প্রকাশ : ০৮ জুলাই ২০২৫
তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা রফি উদ্দিন আহমাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী ও সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার দেওয়া শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা রফি উদ্দিন একজন শ্রদ্ধেয় আলেম ও দা’য়ী ছিলেন, যিনি ফাউন্ডেশনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন। কোরআন ভিত্তিক সমাজ গঠন, নৈতিক চরিত্র গঠন ও ভালো মানুষ তৈরিতে তাঁর আন্তরিক প্রচেষ্টা অবিস্মরণীয়। সততা ও দক্ষতায় তিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন।
তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমকে হারাল—বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। তাঁরা আল্লাহর কাছে তাঁর গুনাহ মাফ ও জান্নাতুল ফেরদাউসে স্থান কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৬ জুলাই সকালে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা রফি উদ্দিন ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দুই দফা জানাজা শেষে সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।








