প্রকাশ: ০৪ জুলাই ‘২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ র্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহামের বিশাল অঙ্কের পুরস্কার জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এই সৌভাগ্যবান ব্যক্তি বর্তমানে আবুধাবিতেই বসবাস করেন এবং তিনি বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে বিগ টিকিট ইতিহাসে অন্যতম বৃহৎ এই জ্যাকপট জয় করলেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, গত ২৪ জুন ‘বিগ টিকিট’ নামক এই ভাগ্যপরীক্ষার ২৭৬তম সিরিজে টিকিট কিনেছিলেন মোহাম্মদ বেলাল। তাঁর কেনা টিকিট নম্বর ছিল ০৬১০৮০। ড্রয়ের আয়োজকরা ফলাফল ঘোষণার পর বিজয়ীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেন। তবে র্যাফেল ড্র-এর উপস্থাপক রিচার্ড এবং বুশরার টেলিফোন কল সত্ত্বেও বেলালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপরও বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা বিজয়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছেন।
এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। এমন একটি পুরস্কার প্রবাসী সমাজে শুধু এক ব্যক্তির নয়, পুরো দেশের গর্ব হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যে প্রবাসীরা দীর্ঘদিন ধরে শ্রম ও ঘামে পরিবারের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম করে যাচ্ছেন, তাদের জন্য এটি এক ধরনের প্রেরণা।
এর আগে, বিগ টিকিটের ২৭৫তম সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছিলেন ইউএইর নাগরিক মোবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি। সেই ড্রতেও একাধিক প্রবাসী ছিলেন সাপ্তাহিক ই-ড্র বিজয়ীদের তালিকায়। বিশেষ করে বাংলাদেশের আরেক নাগরিক মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহামের পুরস্কার পেয়েছিলেন।
বিগ টিকিট লটারি শুধু আরব আমিরাতেই নয়, গোটা দক্ষিণ এশীয় প্রবাসী কমিউনিটিতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতি মাসে লাখ লাখ প্রবাসী এতে অংশগ্রহণ করেন। কারো ভাগ্যে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হলেও, অধিকাংশের জন্য এটি রয়ে যায় কেবল এক স্বপ্ন।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে এই লটারি টিকিট বিক্রি হয়। একেকটি টিকিটের মূল্য প্রায় ৫০০ দিরহাম। অনেক প্রবাসী একসঙ্গে ভাগাভাগি করে টিকিট কেনেন। ফলে পুরস্কার জয়ী হলে অংশীদারিত্বের ভিত্তিতে অর্থ ভাগাভাগিও হয়।
বাংলাদেশি প্রবাসীদের অর্থনৈতিক অবদান বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই মধ্যে আবুধাবির এই বিজয় প্রবাসী সমাজে আনন্দ ও অনুপ্রেরণার ঢেউ তুলেছে। এখন কেবল অপেক্ষা, বিগ টিকিট কর্তৃপক্ষ বিজয়ী মোহাম্মদ বেলালের সঙ্গে যোগাযোগ করে সেই বিশাল পুরস্কার তার হাতে তুলে দিতে পারে কিনা। তার এই জয় যেন হয়ে ওঠে হাজারো প্রবাসী বাংলাদেশির স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি।