মাওলানা রফি উদ্দিনের মৃত্যুতে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের শোক প্রকাশ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৫ বার

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫

তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা রফি উদ্দিন আহমাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী ও সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।

মঙ্গলবার দেওয়া শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা রফি উদ্দিন একজন শ্রদ্ধেয় আলেম ও দা’য়ী ছিলেন, যিনি ফাউন্ডেশনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন। কোরআন ভিত্তিক সমাজ গঠন, নৈতিক চরিত্র গঠন ও ভালো মানুষ তৈরিতে তাঁর আন্তরিক প্রচেষ্টা অবিস্মরণীয়। সততা ও দক্ষতায় তিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন।

তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমকে হারাল—বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। তাঁরা আল্লাহর কাছে তাঁর গুনাহ মাফ ও জান্নাতুল ফেরদাউসে স্থান কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৬ জুলাই সকালে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা রফি উদ্দিন ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দুই দফা জানাজা শেষে সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত