প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়ে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজার প্রাক্কালে তিনি এই বীর বিপ্লবীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় সহযোদ্ধাকে হারানোর বেদনায় যখন চারপাশ স্তব্ধ, তখন প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, “প্রিয় হাদি, তোমাকে আজ আমরা বিদায় দিতে আসিনি। তুমি তোমার কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবে। তোমাকে এই জাতি কখনো ভুলে যাবে না।”
জানাজার আগে উপস্থিত হাজারো শোকাতুর মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস শহীদ হাদির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “হাদি যে মন্ত্র আমাদের দিয়ে গেছেন, সেই মন্ত্রই হবে আগামী দিনের পথ চলার পাথেয়। আমরা তোমাকে ভুলব না হাদি। তোমার দেখানো পথে হেঁটেই এ দেশের তরুণ সমাজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাবে।” প্রধান উপদেষ্টার এই বক্তব্যে জানাজাস্থলে এক আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
ড. ইউনূস আরও উল্লেখ করেন যে, হাদি কেবল একজন তরুণ নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি বলেন, “তুমি যে মশাল জ্বালিয়ে দিয়ে গেছো, তা কেউ নিভিয়ে দিতে পারবে না। তোমার সেই মন্ত্র বয়ে নিয়ে যাবে এ দেশের কোটি কোটি মানুষ।” হাদির আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি দেশের তরুণ প্রজন্মকে হাদির দেশপ্রেম ও সাহসিকতা থেকে শিক্ষা নিয়ে দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরপরই শহীদ ওসমান হাদির জানাজা শুরু হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়। প্রধান উপদেষ্টার এই সশরীরে উপস্থিতি এবং হাদিকে নিয়ে করা মন্তব্যগুলো প্রমাণ করে যে, বর্তমান সরকার জুলাই বিপ্লবের এই বীর সেনানীর অবদানকে সর্বোচ্চ মূল্যায়ন করছে। আজকের এই শোকাতুর দিনে প্রধান উপদেষ্টার এমন বলিষ্ঠ উচ্চারণ শোকাতুর জনতাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের সমর্থকদের মধ্যে নতুন করে প্রেরণা যুগিয়েছে।