‘বাংলা ব্লকেডে’ থমকে যায় সিলেটের সড়ক-রেলপথ

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪৮ বার

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

২০২৪ সালের ১০ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সাড়া দিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।এরই ধারাতে ১০ জুলাই সিলেটে উদযাপিত হল বাংলা ব্লকেড’ কর্মসূচি  দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন,বৃষ্টিকে উপেক্ষা করে , ফলে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়। তবে জরুরি সেবা দেওয়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জামবাহী যান চলাচলে শিক্ষার্থীরা সহযোগিতা করেন। স্লোগান, কবিতা ও গান গেয়ে তারা আন্দোলনের বার্তা ছড়িয়ে দেন। বিকেল সোয়া পাঁচটায় অবরোধ প্রত্যাহার করা হয়, তবে এর মধ্যে শত শত যানবাহন ও যাত্রী আটকে পড়েন।  কর্মসূচির আওতায় ঢাকাসহ সারাদেশে পালিত হল এই দিন, যা সন্ধ্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত