প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
২০২৬ সালের শুরুতেই ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে একাধিক উত্তেজনাপূর্ণ আয়োজন। নতুন বছরের সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে এবার ফিফা ফুটবল বিশ্বকাপ বসতে যাচ্ছে, যা ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হিসেবে পরিচিত। পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে যুব ও সিনিয়র পর্যায়ের ফিফার দুটি, আইসিসির তিনটি, একটি প্যারা অলিম্পিকস এবং এশিয়ান গেমস। দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনে এই বছর ক্রীড়াপ্রেমীদের ব্যস্ত রাখবে।
নতুন বছরের শুরুতেই আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট রাউন্ড অনুষ্ঠিত হবে। এই আসর ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হলেও ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চলবে। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ১৮ জানুয়ারি। আফ্রিকার এই মহাদেশীয় লড়াই নতুন বছরের শুরুতেই দর্শকরা উপভোগ করতে পারবেন।
জানুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে ১৫ জানুয়ারি থেকে এবং চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশও এ আসরে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। শিশুদের এই বিশ্বকাপ ক্রিকেটে দেশের তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে পরিচিতির সুযোগ হবে।
ফেব্রুয়ারিতে বসবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম লড়াই অস্ট্রেলিয়ান ওপেন। আফ্রিকা কাপ অব নেশনস শেষ হওয়ার দিনই ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে এবং চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। একই মাসে শীতকালীন অলিম্পিকের আয়োজন ইতালিতে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অলিম্পিকের মাধ্যমে দর্শকরা শীতকালীন ক্রীড়ার রোমাঞ্চ উপভোগ করবেন।
ফেব্রুয়ারির শেষে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। যৌথ আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ২০ দলের অংশগ্রহণে বাংলাদেশ ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে।
মার্চে অনুষ্ঠিত হবে এএফসি চ্যাম্পিয়নশিপ কাপ। ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত নারীদের ফুটবলের এই মহাদ্বৈরথ অস্ট্রেলিয়ায় বসবে। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। একই মাসে ৬ থেকে ১৫ মার্চ শীতকালীন প্যারা অলিম্পিকের আসর অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমার ফাইনাল হবে, যেখানে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।
মধ্যবছরে টেনিসের ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত। একই সময়ে উয়েফার তিনটি ফাইনাল অনুষ্ঠিত হবে। ২০ মে ইউরোপা লিগ, ২৭ মে কনফারেন্স লিগ এবং ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে।
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে প্রথমবার ৪৮টি দল অংশ নিচ্ছে এবং আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তিনটি দেশে। বিশ্বকাপ শেষে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে।
২৯ জুন থেকে ১২ জুলাই উইম্বলডন অনুষ্ঠিত হবে। পরের মাসে, ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইউএস ওপেন বসবে। এছাড়া সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ চলবে ৫ থেকে ২৭ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। অক্টোবর-নভেম্বরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ, এর পরপরই ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
২০২৬ সাল ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দ আর উত্তেজনায় পরিপূর্ণ বছর হতে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়ার আয়োজন দেশ-বিদেশের দর্শকদের মনোরঞ্জনের সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনকেও ব্যস্ত রাখবে। নতুন বছরে ক্রীড়াপ্রেমীরা নানা টুর্নামেন্টে দেশের সাফল্য এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন।