প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বহুল প্রত্যাশিত ও আগে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সহকারী সচিব ও সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য নির্ধারিত এই পরীক্ষা আগামী বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ইউজিসি সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের জন্য সংশোধিত আসনবিন্যাস ইতোমধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার আগে ওয়েবসাইট থেকে নিজ নিজ আসনবিন্যাস ও পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন।
এই নিয়োগ পরীক্ষাটি মূলত গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই সময় দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে উদ্ভূত এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ইউজিসি তখন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। এতে করে কয়েক হাজার চাকরিপ্রার্থীর মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হলেও কমিশন জানিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
ইউজিসি সূত্রে জানা যায়, সহকারী সচিব ও সহকারী পরিচালক—এই দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের জন্য মোট ১৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে আবেদন করেছেন মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ প্রতিটি পদের জন্য গড়ে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ফলে প্রতিযোগিতা যে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, তদারকি, মাননিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রমে ইউজিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানের সহকারী সচিব ও সহকারী পরিচালক পদগুলো প্রশাসনিক ও নীতিগত দিক থেকে সংস্থার কর্মকাণ্ড পরিচালনায় সরাসরি যুক্ত থাকে। ফলে এসব পদে নিয়োগকে ঘিরে চাকরিপ্রার্থীদের আগ্রহ সবসময়ই বেশি থাকে।
চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষা স্থগিত হওয়ায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে নতুন তারিখ ঘোষণার পর আবারও তারা নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন। একজন পরীক্ষার্থী বলেন, “ইউজিসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া অনেকের স্বপ্ন। পরীক্ষা স্থগিত হওয়ায় কিছুটা হতাশ হয়েছিলাম, কিন্তু এখন আবার সুযোগ পাচ্ছি—এটাই বড় কথা।”
ইউজিসির পক্ষ থেকেও পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষার নিয়মাবলি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শিক্ষা প্রশাসন সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ইউজিসির মতো একটি সংস্থায় যোগ্য ও মেধাবী জনবল নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন অনেকাংশেই এই সংস্থার দক্ষতা ও সক্ষমতার ওপর নির্ভরশীল। তাই এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে যে ব্যাপক প্রতিযোগিতা দেখা যাচ্ছে, তা ইতিবাচক দিক হিসেবেই দেখছেন তারা।
সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর ইউজিসির সহকারী সচিব ও সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। হাজারো চাকরিপ্রার্থীর স্বপ্ন ও প্রত্যাশা জড়িয়ে থাকা এই পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।