২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, সময়মতো প্রস্তুতির তাগিদ

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৬ বার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক 

একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশ থেকে ২০২৬ সালে হজে গমনেচ্ছু মুসলমানদের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ২৭ জুলাই থেকে। হজে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেককে প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরই ধারাবাহিকতায় হজ ব্যবস্থাপনা কার্যক্রমে গতি আনতে সরকার রোডম্যাপ অনুসরণে সময়মতো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

সোমবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৬ সনের হজ বাস্তবায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে জানানো হয়, সৌদি সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এজন্য হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের পর হজ প্যাকেজ ঘোষণার সঙ্গে সঙ্গেই বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের হজ প্যাকেজে বিমান ভাড়া ও সৌদি পর্বের ব্যয় নির্ধারণ সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত ঘোষণা আসবে। এবারের নিবন্ধন প্রক্রিয়া হবে আরও প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য। সরকারি ব্যবস্থাপনায় হজ করতে ইচ্ছুকরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক অফিস, বায়তুল মোকাররম কিংবা আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমেই নিবন্ধন বাধ্যতামূলক থাকবে।

সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনার কথাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করার পরেই মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করা, কোরবানির টাকা ‘নুসুক মাসার’ অনলাইন প্ল্যাটফর্মে পরিশোধ করা এবং শারীরিকভাবে মেডিকেল ফিটনেস সনদ না থাকলে হজে গমন না করার নির্দেশনা।

এছাড়া হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ ব্যবস্থাপনায় কয়েকটি সুপারিশ উত্থাপন করে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট অনুমোদন, কোরবানি ও ক্যাটারিং সেবা বাধ্যতামূলক না রাখা, নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি, এবং হজ প্যাকেজের সময়সীমা ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে সীমাবদ্ধ করা।

সভায় অংশগ্রহণ করেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহী কমিটির সদস্যরা।

এবারের সভায় মূলত হজ ব্যবস্থাপনাকে আরও সময়োপযোগী, জবাবদিহিমূলক এবং প্রযুক্তিসম্পন্ন করে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ধর্ম মন্ত্রণালয় আশা করছে, নির্ধারিত রোডম্যাপ বাস্তবায়ন হলে ২০২৬ সালের হজ কার্যক্রম হবে আরও সুষ্ঠু, সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত