প্রকাশ: ১৯ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রাজধানী তেল আবিব ছাড়াও রামাত গান ও হোলোনে সরাসরি আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। আল জাজিরা এবং টাইমস অফ ইসরায়েল জানায়, এই হামলায় অন্তত ৩০ জন ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
হোলোনে অবস্থিত ওলফসন মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, হামলায় গুরুতর আহত তিনজনসহ মোট ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের দেহে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) এক বিবৃতিতে হোলোনে হামলায় আহতদের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বিয়েরশেবা শহরেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপর একের পর এক হামলায় তেল আবিব, রামাত গান ও হোলোনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।