সর্বশেষ :
রাজনৈতিক পরিচয়ের দাপট: বনানীতে যুবদল নেতার ক্ষমতার অপব্যবহার ও হোটেল-বারে সন্ত্রাসী হামলার সম্পূর্ণ চিত্র উন্মোচিত দেশমাতৃকার মুক্তি ও বিভীষিকাময় অধ্যায়ের অবসান: ইতিহাসের মোড় ঘোরানো এক সাহসী সৈনিকের মুক্তি আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান: ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, পলাতক চিহ্নিত ডিলার তাসকিন-তানজিমের গতি ঝড়ে কুপোকাত লংকান ব্যাটিং লাইনআপ ঋতুপর্ণার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ: মিয়ানমারের মাটিতে লাল-সবুজের দৃঢ় প্রতিরোধ শ্যামনগরে রহস্যজনক অজ্ঞান পার্টির হানা: দুই বাড়িতে চুরি, হাসপাতালে ভর্তি ৬ জন গবেষণাভিত্তিক একাডেমিক পরিবেশ গঠনে যবিপ্রবিতে পরিবেশ উন্নয়ন বিষয়ক সেমিনার এক দিনের প্রধানমন্ত্রী সুরিয়া: থাই রাজনীতিতে বিরল এক অধ্যায়ের সূচনায় দিনশেষেই ইতি নতুন অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে ব্যস্ততা, একদিনে ভিড়েছে ৪টি বাণিজ্যিক জাহাজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারিভাবে পালনের ঘোষণা: সারাদেশে সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান: ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, পলাতক চিহ্নিত ডিলার

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫ বার
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান: ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, পলাতক চিহ্নিত ডিলার

প্রকাশ: ২রা জুলাই ২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মাদকবিরোধী অভিযানে আবারও সক্রিয় হয়েছে যৌথবাহিনী। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আজ বুধবার (২ জুলাই) দুপুরে আড়াইহাজারের গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে দুই নারীকে। দীর্ঘদিন ধরে এলাকায় ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এমন একটি চক্রকে শনাক্ত করে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আক্তার হোসেন।

গ্রেপ্তার হওয়া দুই নারীর একজন হলেন– দাইরাদী এলাকার আউয়ালের বাড়ির ভাড়াটিয়া এবং ফারুকের স্ত্রী সেলিনা (২৮) এবং অন্যজন হলেন দাইরাদী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ডালিমের স্ত্রী নুপুর আক্তার (৩০)। অভিযানের সময় ডালিম নিজে পলাতক থাকলেও তার বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী ওই দুই নারীকে হাতেনাতে আটক করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারীরা মাদক ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও ঘটনাস্থলে পাওয়া আলামত এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ডালিম ও তার স্ত্রী নুপুরের বিরুদ্ধে মাদকের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয়দের অনেকে এই বিষয়ে পুলিশকে বারবার অবহিত করলেও ডালিম চতুরভাবে বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। তবে এবার যৌথবাহিনীর গোয়েন্দা তৎপরতায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পরই দ্রুত অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার কার্যকর করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মূল হোতা ডালিমকে আটকের জন্য আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে এলাকার সাধারণ মানুষ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় একজন মসজিদের ইমাম নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত। মাদকই তাদের মূল পেশা হয়ে দাঁড়িয়েছিল। আমরা প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি বোধ করছি।”

এলাকার বিশিষ্টজনরা মনে করছেন, মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী যদি একই ধারাবাহিকতা ও নিষ্ঠা বজায় রাখে, তাহলে আড়াইহাজারসহ পুরো নারায়ণগঞ্জ অঞ্চল অনেকটাই মাদকমুক্ত হতে পারবে। তবে এ ধরনের অভিযানের পাশাপাশি স্থানীয় প্রশাসনের আরও তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসনমূলক পদক্ষেপ গ্রহণ করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকর্মীরা।

অন্যদিকে, পলাতক আসামি ডালিমের বিরুদ্ধে আরও কয়েকটি পুরনো অভিযোগ রয়েছে বলে জানা গেছে, যা পুলিশ নতুন করে যাচাই-বাছাই করছে। তার সম্পৃক্ততা থাকলে পরবর্তী সময়ে আরও মামলা দায়ের করা হতে পারে।

এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে চলে এসেছে নারায়ণগঞ্জ জেলার গ্রামীণ এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার এবং সমাজে এর নেতিবাচক প্রভাব। এখন সময় এসেছে গোটা প্রশাসন ও জনগণকে একত্রে এই সমস্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এই অভিযান হতে পারে এমন বৃহত্তর উদ্যোগের প্রাথমিক ধাপ, যেখানে প্রতিটি নাগরিক সচেতন থাকলে মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন বাস্তব রূপ নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | সম্পাদক ও প্রকাশক: মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া