এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুর কারণ ঘিরে তীব্র বিতর্ক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত আরা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রুমীর মৃত্যুর পরপরই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে ক্রমাগত হুমকি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে চলছে তীব্র আলোচনা।

রুমীর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু ফেসবুকে দেওয়া এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করে বলেন, জান্নাত আরা রুমী দীর্ঘদিন ধরে হুমকি ও বুলিংয়ের শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি। অভিযুক্তদের ফেসবুক আইডি ও ফোন নম্বরসহ তথ্য প্রমাণ দিলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, রুমী দীর্ঘদিন সাইবার বুলিংয়ের শিকার ছিলেন। থানায় সাধারণ ডায়েরি করেও প্রতিকার না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রুমীর মৃত্যুকে পরিকল্পিত নিপীড়নের ফল বলে মন্তব্য করেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম দাবি করেন, এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখা যায় না এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

রুমীর স্বজনরা জানান, হতাশা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে যেন নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত করা হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত