ন্যায়বিচার বন্ধ, একমাত্র পথ প্রতিবাদ: কারাগার থেকে ইমরান খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

তোশাখানা মামলায় ১৭ বছরের কারাদণ্ড পাওয়ার পর পাকিস্তানজুড়ে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগার থেকে পাঠানো এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, পাকিস্তানে এখন ন্যায়বিচারের সকল পথ রুদ্ধ হয়ে গেছে, তাই রাজপথের প্রতিবাদই এখন টিকে থাকার একমাত্র বিকল্প। গতকাল শনিবার খাইবার-পাখতুনখোয়া হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইমরান খানের এই কঠোর বার্তা তুলে ধরেন দলটির মহাসচিব সালমান আকরাম রাজা। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ এই খবর নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজা অভিযোগ করেন, আদিয়ালা কারাগারে ইমরান খানকে সম্পূর্ণ নির্জন প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে। এমনকি সাজা ঘোষণার সময় তাঁর পরিবারের সদস্যদের আদালত কক্ষে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, যা আইনি শিষ্টাচারের চরম লঙ্ঘন। তিনি আরও জানান, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্ধারিত সাক্ষাতের সময়গুলোতে ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবী বা পরিবারের সদস্যদের দেখা করতে দিচ্ছে না। এই অমানবিক আচরণের মাধ্যমে পিটিআই প্রধানকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

ইমরান খানের অনড় অবস্থানের কথা জানিয়ে পিটিআই মহাসচিব বলেন, “সাবেক প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন যে তিনি তাঁর আদর্শ ও অবস্থান থেকে এক ইঞ্চিও পিছপা হবেন না। জনগণের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার জন্য তিনি প্রয়োজনে শহীদ হতেও প্রস্তুত।” ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে রাজা বলেন, “দেশের বিচার বিভাগের দরজা আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতে যথাযথ শুনানি হচ্ছে না এবং কোনোভাবেই ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় ঘরে বসে থাকার সময় আর নেই; দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষায় প্রতিবাদই এখন একমাত্র পথ।”

ইমরান খানের এই ‘ডু অর ডাই’ আহ্বানের পর পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই তারা দেশব্যাপী বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির তারিখ ঘোষণা করবে। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে দলটির নেতা-কর্মীদের চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খানের এই ঘোষণা পাকিস্তান সরকারকে নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত