প্রকাশ: ১৯ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার কিছু পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন—এএসআই মো. আতিক হাসান এবং কনস্টেবল সুজন।
পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে নামে, যার নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়ির ভিতর থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিক হাসানের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।
আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে, এএসআই আতিককে ওসেক ইউনিটে ও কনস্টেবল সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির শোয়েব জানান, মাদকবিরোধী অভিযানের সময় পল্টনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকার থামাতে গেলে ভিতর থেকে গুলি চালানো হয়। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোটা ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের অভিযানে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।