সর্বশেষ :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৫ হাজার বাংলাদেশি, সৌদি আরবে মৃত্যু ৪২ জনের এশিয়া কাপ হকিতে ইতিহাস গড়েও লজ্জার হার, জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের নারী দল গাজার মানুষ যেন নিরাপদে থাকে, সেটিই সবচেয়ে জরুরি: ট্রাম্পের মানবিক বার্তা ‘মুখে মধু, অন্তরে বিষ’: সৌদি আরবের গোপন সমর্থনে তেহরান-বিরোধী অভিযানে ইসরাইল! কুমিল্লায় ভোররাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ইউনিয়ন বিএনপি নেতা ট্রাম্পের শুল্কনীতির ধাক্কায় যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অনিশ্চয়তা, হুমকির মুখে চাকরির বাজার রাশিয়ার রাজনৈতিক বন্দিদের খোলা চিঠি: ‘যদি কেউ সমালোচনা করার সাহস দেখায়, তাকে কারাগারে যেতে হয়’ গাজার মাঘাজিতে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার মোহান্নাদ আল লেলে আনসারের তৃতীয় শ্রেণির ১০ পদে লিখিত পরীক্ষা ১২ জুলাই—প্রার্থীর সংখ্যা ২১৪১ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কায় ভারত শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সিদ্ধান্ত নিতে, ভিসা পাচ্ছে পাকিস্তান হকি দল

দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩ বার
দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট

প্রকাশ: ২৪ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট আবারও প্রমাণ করলেন কেন তাকে আধুনিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বলা হয়। ভারতের বিপক্ষে চলমান হাই-ভোল্টেজ টেস্ট সিরিজে হেডিংলিতে চতুর্থ দিনে এক অনন্য কীর্তি গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় এখন তিনি ভাগ বসিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পাশে।

সোমবারের ম্যাচে ভারতের ব্যাটার শার্দুল ঠাকুরকে আউট করার মুহূর্তে ইংল্যান্ডের পেসার জশ টাংয়ের বলে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচটি তালুবন্দি করেন রুট। এ ছিল তার ২১০তম টেস্ট ক্যাচ, যা এতদিন পর্যন্ত এককভাবে দখলে রেখেছিলেন রাহুল দ্রাবিড়। তবে দ্রাবিড় যেখানে এই রেকর্ড গড়েছিলেন ১৬৪টি টেস্ট খেলে, রুট সেখানে মাত্র ১৫৪ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে গেছেন। অর্থাৎ ১০টি ম্যাচ কম খেলে সমান সংখ্যক ক্যাচ ধরে নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি।

এই ঐতিহাসিক তালিকায় রুট ও দ্রাবিড়ের পরে তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, যিনি ১৪৯টি টেস্টে ২০৫টি ক্যাচ নিয়েছিলেন। এরপর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস—দুজনেরই ক্যাচ সংখ্যা ২০০। অথচ বাংলাদেশি কোনো ফিল্ডার এখনো পর্যন্ত এই সেরা ৫০ জনের তালিকায় জায়গা করে নিতে পারেননি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া খেলোয়াড় ৭২ টেস্টে নিয়েছেন মাত্র ৪২টি ক্যাচ।

কেবল ফিল্ডিংয়ে নয়, ব্যাট হাতে আরও বড় ইতিহাসের দিকে এগিয়ে চলেছেন জো রুট। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে রুট স্পর্শ করেছেন টেস্ট ক্যারিয়ারে ১৩ হাজার রানের অসাধারণ মাইলফলক। বর্তমানে ১৫৩টি টেস্টে তার সংগ্রহ ১৩,০০৬ রান, ব্যাটিং গড় ৫০.৮০, রয়েছে ৩৬টি সেঞ্চুরি ও ৬৫টি হাফ-সেঞ্চুরি।

এই ধারাবাহিকতার কারণে রুট এখন ব্যাটিং রেকর্ডেও ভারতের ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। দ্রাবিড়ের সংগ্রহ ছিল ১৩,২৮৮ রান। রুটকে তাকে ছাড়িয়ে যেতে হলে করতে হবে আর মাত্র ২৮৩ রান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্যালিসকে (১৩,২৮৯ রান) পেছনে ফেলতে প্রয়োজন ২৮৪ রান এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে (১৩,৩৭৮ রান) টপকাতে দরকার ৩৭৩ রান।

চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে যদি নিজের ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখতে পারেন রুট, তাহলে এই সিরিজেই তিনি দ্রাবিড়, ক্যালিস ও পন্টিং—এই তিন কিংবদন্তিকেই টপকে যেতে পারেন। এতে করে টেস্ট ইতিহাসে রুট নিজেকে আরেকটি বিরল উচ্চতায় নিয়ে যাবেন, যেখানে দাঁড়িয়ে তিনি হবেন সময়ের অন্যতম সেরা ক্রিকেটার— কেবল ইংল্যান্ডের নয়, পুরো বিশ্বের।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | সম্পাদক ও প্রকাশক: মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া