প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
মেক্সিকো জুড়ে বাড়তে থাকা সহিংসতা ও দুর্নীতির প্রতিবাদে জেন-জি ধাঁচের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
চলতি মাসের শুরুর দিকে দুর্নীতিবিরোধী এক মেয়রের প্রকাশ্যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। শনিবার মেক্সিকো সিটিতে হাজারো মানুষ জেন-জি ব্যানারে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেস ঘিরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, যার ফলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
মেক্সিকো সিটির সেক্রেটারি অব সিটিজেন সিকিউরিটি পাবলো ভাসকেজ জানিয়েছেন, সংঘর্ষে ১০০ পুলিশ আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া, ২০ সাধারণ নাগরিকও আহত হয়েছেন। সংঘর্ষে ২০ জন গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভ পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান অঙ্গরাজ্যসহ দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। মিচোয়াকানের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোকে ১ নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যা দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভের ঝড় তোলে।
কিছু বিক্ষোভকারী শেনবাউমের রাজনৈতিক দল মোরেনাকে লক্ষ্য করে স্লোগান দেন, যেমন: ‘আউট, মোরেনা’ এবং ‘কার্লোস মারা যাননি, সরকার তাঁকে হত্যা করেছে’।
শেনবাউম সরকার অভিযোগ করেছে, এই বিক্ষোভের বড় অংশ ডানপন্থী রাজনৈতিক বিরোধীদের সংগঠিত, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বটের মাধ্যমে প্রচার চালানো হয়েছে।