২৭ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
রাতের আকাশ শান্ত মনে হলেও সেখানে হাজার হাজার মাইল প্রতি ঘণ্টায় ছুটে চলা অসংখ্য মহাজাগতিক বস্তু রয়েছে। এই গতিশীল মহাবিশ্বে মাঝেমধ্যেই গ্রহাণু আমাদের পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করে। বুধবার রাতে ‘২০২৫পিএম২’ নামের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, প্রায় ১৯০ ফুট বা ৫৮ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৪১,৩৯০ মাইল গতিতে ছুটছে। এটি প্রায় ২৩ লাখ ১০ হাজার মাইল দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। আমাদের দৈনন্দিন পরিমাপে এই দূরত্ব অত্যন্ত বড় মনে হলেও, মহাকাশগত হিসেবে এটি তুলনামূলকভাবে কাছাকাছি ধরা হয়। গ্রহাণুর কক্ষপথ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করতে চেষ্টা করছেন।

বিজ্ঞানীদের মতে, ২০২৫পিএম২ গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে। তুলনামূলকভাবে চাঁদ প্রায় ২ লাখ ৩৮ হাজার ৯০০ মাইল দূর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যা এই গ্রহাণুর দূরত্বের প্রায় দশমিক অংশ। যদিও মহাকর্ষীয় প্রভাব বা অন্যান্য মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণে গ্রহাণুর গতিপথ পরিবর্তন হতে পারে, তবে এমন ছোট গ্রহাণু সাধারণত পৃথিবীতে উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে না।
এই গ্রহাণু ‘অ্যাটেন’ গ্রহাণু গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এ ধরনের গ্রহাণু প্রায়শই পৃথিবীর কাছাকাছি আসে, তবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা অত্যন্ত কম। নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা নিয়মিতভাবে এসব গ্রহাণুর গতিপথ পর্যবেক্ষণ করে, যাতে সম্ভাব্য ঝুঁকি সময়মতো চিহ্নিত করা যায়।