প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৪: ৫০
ভোলায় পাঁচ দিন ধরে বৈরী আবহাওয়া আর সাগরে নিম্নচাপের কারণে জেলার প্রায় ৩০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ আর সিট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় মেঘনা নদী আর সাগরমোহনা ভয়ংকর রূপ নিয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু স্পিডবোট আর ছোট ট্রলার নিয়ম ভেঙে মানুষ পারাপার করছে, যা বড় বিপদের কারণ হতে পারে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে বলে জানানো হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বেশ বিপাকে পড়েছেন, কারণ ভোলার মতো দ্বীপ জেলায় নৌপথই মানুষের প্রধান ভরসা।