প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
বাংলা ব্যান্ড সংগীতের দৃশ্যপটে দীর্ঘদিন ধরে স্বকীয়তা ও গুণগত মান ধরে রাখা ব্যান্ডগুলোর একটি ‘চিরকুট’। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গান, ভাবনা ও সংগীতের পরীক্ষায় নিজেদের আলাদা অবস্থান তৈরি করা এই ব্যান্ডটি এবার তাদের সংগীতযাত্রার ২৪ বছর পূর্তি উদযাপনের ঘোষণা দিয়েছে। নতুন গান প্রকাশ ও দেশ-বিদেশে কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ সময়টিকে স্মরণীয় করে রাখতে চায় দলটি।
দুই যুগের বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সংগীতচর্চার স্বীকৃতি হিসেবেই সম্প্রতি ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ডের সম্মাননা পেয়েছে চিরকুট। শুক্রবার অনুষ্ঠিত এই আয়োজনে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি পুরো দলকে সঙ্গে নিয়ে মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। এই অর্জনকে তারা শুধু একটি পুরস্কার নয়, বরং দীর্ঘ পথচলার প্রতি দর্শক ও শ্রোতাদের ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখছেন।
চিরকুট জানিয়েছে, তাদের সদ্য প্রকাশিত অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর অন্তর্ভুক্ত গান ‘দামি’-এর জন্যই এই স্বীকৃতি এসেছে। ২০২৫ সালে প্রকাশ পাওয়া এই অ্যালবামটিতে মোট দশটি নতুন গান রয়েছে, যেগুলোর কথা ও সুরে চিরকুটের চেনা মানবিকতা, প্রেম, বেদনা ও জীবনের গভীর উপলব্ধি স্পষ্টভাবে উঠে এসেছে। বিশেষ করে ‘দামি’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তা ব্যান্ডটির সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত গান হয়ে ওঠে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে শারমিন সুলতানা সুমি বলেন, ‘২০২৫ সালে প্রকাশিত আমাদের অ্যালবাম ভালোবাসাসমগ্র-এর দামি গানটির জন্য এই সম্মান পাওয়া আমাদের জন্য অত্যন্ত আবেগের। নিজেদের কথা ও সুরে গান তৈরি করার যে নিরন্তর সংগ্রাম, ২৪ বছরের সেই যাত্রাপথে এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে। চিরকুটের প্রতিটি সদস্যের জন্য এটি এক ধরনের স্বীকৃতি।’
চিরকুটের দুই যুগেরও বেশি সময়ের যাত্রা কেবল গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি প্রতিষ্ঠান হিসেবে অনেক শিল্পীকে গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি। এ প্রসঙ্গে সুমি বলেন, চিরকুট সবসময় নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। ব্যান্ডটি বছরের পর বছর ধরে সদস্যদের পাশে থেকে তাদের এগিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেছে। সংগীতে নতুন কিছু যুক্ত করার নিরীক্ষা চালাতে গিয়ে চিরকুট অনেক উদীয়মান মিউজিশিয়ানের আঁতুড়ঘরে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, মানুষের আনন্দ-বেদনা, সংগ্রাম কিংবা ব্যক্তিগত অনুভূতির মুহূর্তে যখন চিরকুটের গান বেজে ওঠে, তখনই ব্যান্ড হিসেবে তারা সবচেয়ে বেশি তৃপ্তি ও গর্ব অনুভব করেন। দেশের বাইরেও আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের প্রথম সারির ব্যান্ডগুলোর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে বাংলা গান পরিবেশন করার অভিজ্ঞতা তাদের কাছে আবেগঘন। সে সময় দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় চোখ ভিজে ওঠার কথাও জানান তিনি। চিরকুট সবসময় মানুষের মনে ভালোবাসার একটি ‘চিরকুট’ হয়ে থাকতে চায় বলেও উল্লেখ করেন সুমি।
২৪ বছর পূর্তি উপলক্ষে চিরকুট জানিয়েছে, নতুন বছরে তারা তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম নিয়ে কাজ করছে। এই অ্যালবামে থাকবে নতুন সময়ের ভাবনা, নতুন সংগীতায়োজন এবং চিরকুটের স্বকীয় সাউন্ডের আধুনিক উপস্থাপন। পাশাপাশি সারা বছরজুড়ে দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে ব্যান্ডটির।
চিরকুটের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও একটি বড় আয়োজন যুক্ত হয়েছে। আগামী বছর ব্যান্ডটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনা করছে তারা। এই উপলক্ষে বর্ণাঢ্য কনসার্ট, বিশেষ সংগীত আয়োজন এবং শ্রোতাদের জন্য চমকপ্রদ কিছু উপস্থাপনার কথা ভাবছে ব্যান্ডটি। সংগীতপ্রেমীরা ইতোমধ্যে এই ঘোষণাকে ঘিরে বেশ আগ্রহ প্রকাশ করছেন।
বর্তমানে চিরকুটের লাইনআপে রয়েছেন শারমিন সুলতানা সুমি, যিনি ব্যান্ডটির কথা, সুর ও কণ্ঠের প্রধান দায়িত্বে রয়েছেন। এছাড়া পাভেল আরিন আছেন সাউন্ড প্রোডাকশন ও ড্রামসে, রায়হান ইসলাম শুভ্র রিদম গিটারে, দিব্য নাসের লিড গিটার ও হারমনি ভয়েসে, ইশমামুল ফারহাদ বেইজ গিটারে, রায়হান পারভেজ আকন্দ প্রান্ত ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে ও গিটারে, ইয়ার হোসেন কিবোর্ড, হারমোনিয়াম ও ভায়োলিনে এবং ফায়েজ সাগর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দলের সঙ্গে যুক্ত আছেন। এই বহুমুখী সংগীতশিল্পীদের সম্মিলিত প্রচেষ্টাই চিরকুটকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করেন সংগীতবোদ্ধারা।
দীর্ঘ ২৪ বছরের যাত্রায় চিরকুট প্রমাণ করেছে, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েও নিজের শিকড় ও সংগীতের মৌলিকতা ধরে রাখা সম্ভব। নতুন গান, নতুন অ্যালবাম ও কনসার্টের মাধ্যমে ব্যান্ডটি আবারও প্রমাণ করতে চায়, বাংলা ব্যান্ড সংগীতে চিরকুট এখনো সক্রিয়, সৃষ্টিশীল এবং শ্রোতাদের অনুভূতির খুব কাছাকাছি।