মস্কো-পিয়ংইয়ং রুটে প্রথমবার চালু হচ্ছে সরাসরি ফ্লাইট

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৩ বার
মস্কো-পিয়ংইয়ং রুটে প্রথমবার চালু হচ্ছে সরাসরি ফ্লাইট

প্রকাশ: ১৫ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

দীর্ঘদিনের কূটনৈতিক ও সীমিত বাণিজ্যিক যোগাযোগের ইতিহাসে নতুন মাত্রা যোগ করে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাশিয়া ও উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে স্থাপন হতে যাচ্ছে নতুন এক আকাশপথ সংযোগ—রাশিয়ার রাজধানী মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পর্যন্ত। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে রুশ বিমান সংস্থা নর্ডউইন্ড এয়ারলাইন্স।

এই ফ্লাইটটি প্রতি মাসে একবার করে পরিচালিত হবে এবং পুরো যাত্রাপথে সময় লাগবে আনুমানিক আট ঘণ্টা। এটি দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়ার কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এই ফ্লাইট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি বিমান সংযোগ চালু হচ্ছে। পর্যায়ক্রমে যাত্রীদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, মস্কো-পিয়ংইয়ং রুটে এই নতুন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা ধাপে ধাপে রেল ও আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের চেষ্টা করছি, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ভিত্তির ওপর গড়ে ওঠে।” এর আগে গত জুন মাসে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হয়। সেটিও ছিল দুই দেশের পারস্পরিক নিকটবর্তী হওয়ার এক বড় পদক্ষেপ।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এই যোগাযোগ সম্প্রসারণ কেবলমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নয়; এটি বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমশ টানাপোড়েনে এবং উত্তর কোরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলছে, তখন এই ধরনের কৌশলগত মিত্রতা নতুন বার্তা দিচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানিয়েছেন। ল্যাভরভ বর্তমানে চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিচ্ছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া-চীন-উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট মহলের মতে, মস্কো-পিয়ংইয়ং সরাসরি বিমান যোগাযোগ শুধু যাত্রী পরিবহন নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এটি একটি ‘সামান্য উদ্যোগ’ মনে হলেও এর পেছনে যে ভূরাজনৈতিক অভিপ্রায় ও দূরদর্শিতা কাজ করছে, তা অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্ব যেভাবে নতুন শক্তির ভারসাম্যে প্রবেশ করছে, তাতে এমন যোগাযোগ অনেক বেশি প্রতীকী ও বাস্তবিক গুরুত্ব বহন করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত