প্রকাশ: ১৯ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা করেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটি পালিত হবে। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফারুকী জানান, আগামী ১ জুলাই থেকে গণ-অভ্যুত্থান উপলক্ষে কর্মসূচি শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে এবং দেশের ঐক্যবদ্ধ অবস্থায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে এবং রোববার উপদেষ্টা পরিষদে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া, রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনা চলছে, যার ওপর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন বলে ফারুকী জানান।