প্রকাশ: ২৭শে জুন ২০২৫ । নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে নিজেদের প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। ‘সি’ গ্রুপে লড়তে যাওয়া এই দলটি এখন অবস্থান করছে মিয়ানমারে, যেখানে প্রতিকূল আবহাওয়া—বিশেষ করে টানা বৃষ্টি—তাদের প্রস্তুতিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও একচুল পিছু হটেনি আফঈদা খন্দকারদের নেতৃত্বাধীন দলটি। ম্যাচ সামনে রেখে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তারা এখন বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনিং চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ নারী দল গত বুধবার মিয়ানমারে পৌঁছায়। দলের লক্ষ্য শুধুই বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে মূল আসরে জায়গা করে নেওয়া। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাদের এই মিশন। তবে অনুশীলনের প্রথম দিন বৃষ্টির কারণে মাঠে নামা না গেলেও, জিম সেশনের মাধ্যমে প্রস্তুতি শুরু করে দল। দ্বিতীয় দিনেও পরিস্থিতি ছিল একই, তবে এবার আর বসে থাকেননি তারা। ভোরের বৃষ্টিতে মাঠ সিক্ত হলেও অনুশীলন থেমে থাকেনি। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ইয়াঙ্গুনের ট্রেনিং ফিল্ড ১-এ হয়েছে তাদের পুরোদমে প্রস্তুতি।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় দলের অধিনায়ক আফঈদা খন্দকার জানান, ‘মায়ানমারে আসার পর থেকেই মনোযোগ দিয়ে আমরা অনুশীলন করছি। কোচ যেভাবে দিকনির্দেশনা দিচ্ছেন, আমরা ঠিক সেভাবেই কাজ করছি। বৃষ্টিতে অনুশীলন করতে ভালো লাগছে। যেহেতু ম্যাচের কয়েক দিন আগে এসেছি, তাই ধীরে ধীরে আবহাওয়ার সঙ্গে আমরা নিজেদের মানিয়ে নিচ্ছি।’
বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই গ্রুপ থেকে কেবল শীর্ষস্থান অর্জনকারী দলটিই পাবে চূড়ান্ত আসরে খেলার সুযোগ। গ্রুপে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, যাদের ফিফা র্যাংকিং ৫৫। বাংলাদেশ নারী দলের তুলনায় অনেকটাই এগিয়ে থাকলেও, আফঈদারা আত্মবিশ্বাস হারাচ্ছেন না। বরং তাদের লক্ষ্য একটাই—অস্ট্রেলিয়ার মঞ্চে নিজেদের জায়গা করে নেওয়া।
দলের সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, ‘এখানে আসার পর প্রথম দিন প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠে নামা যায়নি, তাই আমরা জিম সেশন করেছি। আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা মাঠে নেমেছি এবং আমাদের কার্যক্রম সম্পূর্ণ করেছি। দলের সবাই এখন সুস্থ এবং ভালো রয়েছে।’
মিয়ানমারে অবস্থানরত দলের সদস্যরা শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও পুরোপুরি ফিট। খেলোয়াড়দের উদ্যম, অনুশীলনে মনোযোগ এবং আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর সক্ষমতা দেখে কোচিং স্টাফ যথেষ্ট আশাবাদী। তাদের মতে, এই মানসিক দৃঢ়তা এবং টেকনিক্যাল প্রস্তুতি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।
বাংলাদেশ নারী ফুটবলের এই অনুপ্রেরণাদায়ী দল এখন শুধু আবহাওয়ার প্রতিকূলতা নয়, বরং মাঠে প্রতিপক্ষকেও হারানোর লক্ষ্যে নিজেদের তৈরি করছে। দলের সকল সদস্যের বিশ্বাস, সুশৃঙ্খল প্রস্তুতি ও একাগ্রতা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে—যেখানে জায়গা হবে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে।