প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার নিজের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের সামনে অকপটে মুখ খুললেন। অভিনয়জগতে সরব উপস্থিতি থাকলেও ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখার প্রবণতা ছিল তার। তবে এবার সেই চিরাচরিত ধারণা ভেঙে দিয়ে ক্যামেরার সামনেই জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এবং তা এতটাই স্পষ্ট ও সরলভাষ্যে ছিল যে মুহূর্তেই তা দর্শকদের মনোযোগ কাড়ে।
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে। চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে হাজির হন তানজিন তিশা। অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায়, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ ঘটে জায়েদ খানেরও।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জায়েদ খান প্রশ্ন করেন—“পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” তানজিন তিশা কোনো রকম কৌশলী উত্তর না দিয়ে খুব স্বাভাবিকভাবে বলেন, “আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।”
তার এই অকপট স্বীকারোক্তি যেন নতুন আলোচনার সূত্রপাত করে। কারণ মিডিয়ার অনেক তারকাই যেখানে ব্যক্তিজীবনের প্রসঙ্গ এড়িয়ে চলেন বা কৌশলে পাল্টা প্রশ্নে বিষয় এড়িয়ে যান, সেখানে তানজিন তিশার এমন খোলামেলা ভঙ্গি অনেকের কাছেই সাহসী ও আন্তরিক এক দৃষ্টান্ত হয়ে ওঠে।
তানজিন তিশা আরও বলেন, “দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।”
অনুষ্ঠানটি পুরো সময়জুড়েই ছিল প্রাণবন্ত। তানজিন তিশা একদিকে যেমন নিজের অভিনয় ক্যারিয়ার, পছন্দের চরিত্র, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন, অন্যদিকে ব্যক্তিজীবন, সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধ নিয়েও খোলামেলা আলোচনা করেন।
কথার ফাঁকে তিশা নিজেই বিয়ের প্রসঙ্গ তোলেন এবং পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপক জায়েদ খানের দিকে। জায়েদ খানও সেই প্রশ্নের জবাবে হাস্যরসের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, যা অনুষ্ঠানটির সৌন্দর্য বাড়িয়ে তোলে।
শুধু প্রথম পর্বেই নয়, জানা গেছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি নিয়মিতভাবে চলবে এবং প্রতি শুক্রবার রাতেই দর্শকদের সামনে হাজির হবে ভিন্ন ভিন্ন তারকা অতিথির সঙ্গে উপস্থাপকের খোলামেলা আলাপচারিতা।
তানজিন তিশার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রকাশ, শুধু তার ভক্তদের নয়—সমগ্র মিডিয়াপ্রেমী দর্শকের জন্য এক ভিন্নধর্মী উপলব্ধি হয়ে উঠেছে।
ব্যক্তিগত জীবনের এমন স্পষ্ট রূপরেখা দিয়ে তিনি যেন আরেকবার প্রমাণ করলেন—তারকা পরিচয়ের বাইরেও তিনি একজন সচেতন, দায়িত্ববান নারী, যিনি জীবনকে পরিকল্পনার সঙ্গে গড়তে চান নিজের মতো করেই।