গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। ফলে চতুর্থ ইনিংসে ২১৭ রান তাড়া করে জয়ের যে রেকর্ড ২০০৯ সালে সাকিব-মুশফিকদের হাত ধরে বাংলাদেশ গড়েছিল, সেটি অক্ষতই থাকল।
অস্ট্রেলিয়ার পেস-স্পিন আক্রমণের সামনে রোস্টন চেজের ৩৪ রান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। স্টার্ক ও লায়ন তিনটি করে, আর হ্যাজলউড দুটি উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হয়েছেন অ্যালেক্স ক্যারি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের সামনে এখন শুধুই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।