সর্বশেষ :
ভারত না এলে বড় আর্থিক সংকটে পড়বে বিসিবি ভোট বিক্রি করলেই পাঁচ বছর নির্যাতনের শিকার হবেন: হাসনাত আব্দুল্লাহ সুষ্ঠু নির্বাচনেই প্রকাশ পাবে বিএনপির জনপ্রিয়তা: রিজভী চট্টগ্রামে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত তিন আবুধাবিতে বাংলাদেশি প্রবাসীর কপাল খুললো: লটারি জিতলেন ৭৫ কোটি টাকা কোচ কাবরেরার পদত্যাগ চাওয়ায় বাফুফের কমিটি থেকে বাদ শাহীন ‘আমাদের কী পাপ’: ত্রাণ আনতে গিয়ে ভাইকে হারানো গাজাবাসী শিশুর হৃদয়বিদারক আহ্বান ভাঙনের গল্পে আত্মজয়: তাহসানের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি মিথিলা মসজিদের মাইকে ঘোষণা, প্রকাশ্যে পিটিয়ে মা ও দুই সন্তানকে হত্যা: ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি আফগান সীমান্তে রক্তাক্ত সংঘর্ষ: ‘ভারত-সমর্থিত’ ৩০ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের

আলিফের সোনালি সাফল্য এশিয়া কাপ আর্চারিতে

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬ বার
আলিফের সোনালি সাফল্য এশিয়া কাপ আর্চারিতে

প্রকাশ: ২০ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

মালয়েশিয়ার বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ১৯ বছর বয়সী প্রতিভাবান তিরন্দাজ আব্দুর রহমান আলিফ। দেশের হয়ে দ্বিতীয়বারের মতো কেউ এশিয়া কাপে সোনা জিতলেন, আর সেই কৃতিত্ব এবার নিজের গলায় তুললেন এই তরুণ আর্চার। তাঁর আগে ২০১৯ সালে একই প্রতিযোগিতার তৃতীয় লেগে রোমান সানা প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণ জিতেছিলেন। দীর্ঘ ছয় বছরের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন চাঞ্চল্য সৃষ্টি করলেন আলিফ।

পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন আলিফ। শুরু থেকেই আস্থা ও আত্মবিশ্বাসে ভরপুর পারফরম্যান্স উপহার দেন তিনি। প্রথম সেটে ২৮-২৭ এবং দ্বিতীয় সেটে ২৭-২৬ পয়েন্টে জয় তুলে নেন। যদিও পরবর্তী দুই সেটে ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে হেরে চাপের মুখে পড়েন, তবে পঞ্চম ও নির্ধারিত সেটে মিয়াতার ওপর আধিপত্য বজায় রেখে ২৯-২৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেন এবং নিশ্চিত করেন স্বর্ণপদক।

আলিফের এই অসাধারণ অর্জন বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি তাঁর নিজস্ব ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক। তরুণ বয়সে এমন সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় কিছু এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাঁর পারফরম্যান্স আর্চারি খেলাটিকে নতুন করে বাংলাদেশের তরুণদের কাছে অনুপ্রেরণামূলক করে তুলবে বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

প্রতিযোগিতায় ভারতের অবস্থান ছিল শীর্ষে। দেশটি মোট ৯টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণপদক। ইন্দোনেশিয়া ৫টি পদক জিতলেও তারাও ভারতের মতো দুটি সোনা পেয়েছে। এদিকে বাংলাদেশ আলিফের একক সাফল্যের মাধ্যমেই এই আসরে একটি স্বর্ণপদক অর্জন করে।

দেশের ক্রীড়াঙ্গনের জন্য আলিফের এই সাফল্য যেমন অনুপ্রেরণামূলক, তেমনি এশিয়া কাপে বাংলাদেশের অবস্থানকে একধাপ এগিয়ে দিয়েছে। তাঁর এই সাফল্যে আবারও প্রমাণিত হলো, দক্ষতা, প্রশিক্ষণ ও মানসিক দৃঢ়তা থাকলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশিদের পক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | সম্পাদক ও প্রকাশক: মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া