প্রকাশ: ১৮ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
চলতি সপ্তাহে ‘তাণ্ডব’ চলচ্চিত্রের এইচডি কপি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রযোজনা প্রতিষ্ঠান কঠোর হয়েছে। শাহরিয়ার শাকিল মামলার মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন কপিরাইট আইনে। গোয়েন্দা পুলিশ অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ ও সিরাজগঞ্জের সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। ডিবি’র যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মূল বেশিরভাগ প্রেক্ষাগৃহে পাইরেসির সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহ রয়েছে। তদন্ত চলছে অভিযোগ অনুযায়ী কীভাবে এইচডি কপি ছড়িয়ে পড়েছে তার রহস্য উদ্ঘাটনে।