সর্বশেষ :
ভারত না এলে বড় আর্থিক সংকটে পড়বে বিসিবি ভোট বিক্রি করলেই পাঁচ বছর নির্যাতনের শিকার হবেন: হাসনাত আব্দুল্লাহ সুষ্ঠু নির্বাচনেই প্রকাশ পাবে বিএনপির জনপ্রিয়তা: রিজভী চট্টগ্রামে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত তিন আবুধাবিতে বাংলাদেশি প্রবাসীর কপাল খুললো: লটারি জিতলেন ৭৫ কোটি টাকা কোচ কাবরেরার পদত্যাগ চাওয়ায় বাফুফের কমিটি থেকে বাদ শাহীন ‘আমাদের কী পাপ’: ত্রাণ আনতে গিয়ে ভাইকে হারানো গাজাবাসী শিশুর হৃদয়বিদারক আহ্বান ভাঙনের গল্পে আত্মজয়: তাহসানের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি মিথিলা মসজিদের মাইকে ঘোষণা, প্রকাশ্যে পিটিয়ে মা ও দুই সন্তানকে হত্যা: ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি আফগান সীমান্তে রক্তাক্ত সংঘর্ষ: ‘ভারত-সমর্থিত’ ৩০ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের

আজ ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭ বার
আজ ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসবেন

প্রকাশ: ২০ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত আজ অষ্টম দিনে গড়িয়েছে। সাত দিন ধরে চলমান এই সংকট কতদূর গড়াবে, তা এখনো স্পষ্ট নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সরাসরি কূটনৈতিক উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। আজ শুক্রবার জেনেভায় গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছেন ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।

এই বহুপাক্ষিক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়াও, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসেরও এই বৈঠকে যোগদানের কথা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে এটি হবে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে প্রথম সরাসরি কূটনৈতিক আলোচনা।

এদিকে, যুক্তরাজ্যের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এরই মধ্যে জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি জেনেভা সফরে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ল্যামি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি এখনই থামানো দরকার। এই উত্তপ্ত পরিস্থিতি কারো জন্যই ভালো ফল আনবে না, বরং দীর্ঘমেয়াদে গোটা অঞ্চলজুড়ে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

ডেভিড ল্যামি আরও জানিয়েছেন, তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশ একমত হয়েছে যে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। ল্যামি এ বিষয়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে বলেন, তারা এই সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি স্থায়ী সমাধান সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা, তা আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প এই পরিস্থিতিতে সরাসরি আলোচনায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে তিনি স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে ইরান বড় ধরনের সমস্যায় আছে এবং তারা আলোচনায় ফিরতে চায়।

সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন। তবে বৃহস্পতিবার তিনি এই দাবি সরাসরি অস্বীকার করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই। তবে এটুকু বলতে পারি, ইরান বড় সমস্যায় আছে এবং আলোচনায় ফিরতে চায়।”

এদিকে সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কায় তেহরান ও তেল আবিব থেকে একের পর এক বিদেশি দূতাবাস ও নাগরিকরা সরে যাচ্ছে। সংঘাতের ফলে ইতোমধ্যে চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইরানের আকাশসীমা বন্ধ এবং ইসরায়েলের প্রধান বিমানবন্দরে যাত্রী পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের চড়াই-উৎরাই পেরিয়ে ফিরিয়ে নিচ্ছে।

অস্ট্রেলিয়া ইরান থেকে প্রায় ১,৫০০ ও ইসরায়েল থেকে ১,২০০ নাগরিককে সরিয়ে নিচ্ছে। কেউ কেউ জাহাজে করে সাইপ্রাসে পৌঁছেছে, অন্যদের স্থলপথে স্থানান্তর করা হচ্ছে।

চীন জানিয়েছে, তারা ইতোমধ্যে ইরান থেকে ১,৬০০ এবং ইসরায়েল থেকে আরও কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। এছাড়া চীন তার নাগরিকদের আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়া বা ইরাক হয়ে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থী ইতোমধ্যে আর্মেনিয়া হয়ে দিল্লি ফিরে এসেছে। ইসরায়েলে অবস্থানরত প্রায় ৩০ হাজার ভারতীয় নাগরিকের জন্যও সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

জাপান ইরান ও ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে জিবুতিতে দুইটি সামরিক বিমান পাঠিয়েছে। দেশটির তথ্যমতে, ইসরায়েলে তাদের নাগরিকের সংখ্যা প্রায় এক হাজার এবং ইরানে ২৮০ জন।

পাকিস্তানও সংঘর্ষের পরপরই ইরান থেকে প্রায় তিন হাজার নাগরিককে ফিরিয়ে নিয়েছে। দেশটি ইরানের সঙ্গে থাকা ৯০০ কিলোমিটার সীমান্তের সব ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। তবে পাকিস্তানি নাগরিকদের সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, ইরান-ইসরায়েল সঙ্ঘাত বিশ্ব কূটনীতিকে নতুন করে নাড়া দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি রুখতে এবার পশ্চিমা শক্তিগুলো সরাসরি আলোচনার পথে হাঁটছে। এই বৈঠকে কী সিদ্ধান্ত হবে, তা আগাম বলা না গেলেও, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | সম্পাদক ও প্রকাশক: মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া