প্রকাশ: ০৪ জুলাই ‘২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ এবার কবে মাঠে গড়াবে—এ নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের অবসান ঘটল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন ২০২৫-২৬ লা লিগা মৌসুমের সূচি প্রকাশ করেছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার দুই মহারণের দিনক্ষণ।
নতুন মৌসুমে প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৬ অক্টোবর। ভেন্যু—রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। আর দ্বিতীয় লেগে ২০২৬ সালের ১০ মে বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
পূর্ববর্তী মৌসুমের স্মৃতি এখনও তাড়া করে ফিরছে রিয়াল মাদ্রিদকে। চারটি এল ক্লাসিকো ম্যাচেই বার্সেলোনার কাছে পরাজিত হয় লস ব্লাঙ্কোসরা, যা ক্লাবটির ইতিহাসে বিরল ও বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে। সেই ব্যর্থতার প্রতিশোধ নেওয়ার মিশনে এবার শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছে জাবি আলোনসোর শিষ্যরা।
অন্যদিকে বার্সেলোনার লক্ষ্য থাকবে নিজেদের দাপট ধরে রাখা এবং ঘরের মাঠে ফিরেই উৎসবমুখর পরিবেশে বড় সাফল্য অর্জন। স্টেডিয়ামের বড় সংস্কারের কারণে গত দুই মৌসুম ক্যাম্প ন্যুর বাইরে খেলতে হয়েছে কাতালান ক্লাবটিকে। এবার সেই ঐতিহাসিক স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা, যদিও সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মৌসুমের শুরুর তিন ম্যাচ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।
স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হবে ২০২৫ সালের ১৭ আগস্ট। উদ্বোধনী দিনেই দুই শক্তিশালী ক্লাব আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যালোরকার। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের অভিযান শুরু করবে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে।
লা লিগার সূচি অনুযায়ী, আসন্ন মৌসুম প্রতিটি ক্লাবের জন্যই কঠিন চ্যালেঞ্জের বার্তা বয়ে আনছে। তবে বিশেষ নজর থাকবে দুই এল ক্লাসিকোর দিকে, যেখানে শুধুমাত্র তিন পয়েন্টের লড়াই নয়, জড়িয়ে থাকবে মর্যাদা, ইতিহাস আর শতবর্ষী প্রতিদ্বন্দ্বিতার গৌরব।
রিয়াল-বার্সা দ্বৈরথ শুধু স্পেনেই নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে যে ঝড় তোলে, সে উত্তেজনার আঁচ আগেভাগেই টের পাওয়া যাচ্ছে। আর তাই অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা—কে হাসবে শেষ হাসি, কে দেখাবে আধিপত্য? সেই উত্তর মিলবে অক্টোবর ও মে মাসের দুই রোমাঞ্চে।