প্রকাশ: ১৯ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আর পোস্টার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রচারমাধ্যম হিসেবে এবার পোস্টারের বদলে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন।
তিনি জানান, ‘আচরণ বিধিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পর। এছাড়া বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো নিষিদ্ধ থাকবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে এবং কোনো প্রার্থী যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে থাকেন, তবে তাকে পদত্যাগ করতে হবে। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি কমন প্ল্যাটফর্ম থাকবে, যেখানে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন। পাশাপাশি প্রার্থিতা বাতিল সংক্রান্ত ধারা হিসেবে আরপিও’র ৯১/ঙ ধারা নতুন আচরণ বিধিতে যুক্ত করা হয়েছে।