প্রকাশ: ০৪ জুলাই ‘২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন
২০২৫ সালের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে ইতোমধ্যে প্রায় ৬৫ হাজারেরও বেশি দেশে ফিরে এসেছেন। তবে এবারের হজযাত্রা ছিল কিছুটা বিষাদময়ও—কারণ সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৪২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ হজ পোর্টালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ জুলাই) পর্যন্ত মোট ৬৪ হাজার ৮৬৪ জন হাজি হজ পালন শেষে দেশে ফিরে এসেছেন।
ফিরতি যাত্রায় এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮২টি ফ্লাইট, যাতে দেশে ফিরেছেন ২৯ হাজার ৮৬০ জন। সৌদি আরবের জাতীয় উড়োজাহাজ সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ফিরেছেন ২৬ হাজার ২২৮ জন এবং আরেক সৌদি এয়ারলাইন্স ফ্লাইনাস পরিচালিত ২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন আরও ৮ হাজার ৭৭৬ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, হজ শেষে ফেরত ফ্লাইটগুলোর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালিত হয়েছে, যা মোট হজযাত্রীর প্রায় ৭৬ শতাংশকে দেশে ফিরিয়ে এনেছে।
এ বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। তাঁদের মধ্যে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী।
সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে গেল রোববার, ৩০ জুন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী নামের এক হাজি সৌদি আরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছিলেন।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বাংলাদেশ হজ অফিস এবং দূতাবাস।
সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা হজের এবারের আয়োজন ছিল নানা দিক থেকেই চ্যালেঞ্জিং। তীব্র গরম, প্রচণ্ড ভিড়, স্বাস্থ্যঝুঁকি এবং দীর্ঘ সময় ধরে শারীরিক কষ্ট সহ্য করতে গিয়ে অনেকের জন্য এবারের হজ অভিজ্ঞতা হয়ে উঠেছে জীবনঘনিষ্ঠ এক অধ্যায়।
যদিও অধিকাংশ হাজি সুস্থভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরছেন, তবুও যাঁরা সৌদি আরবে প্রিয়জন হারিয়েছেন, তাঁদের জন্য এই হজ স্মরণীয় হয়ে থাকবে বিষাদের প্রতীক হয়ে।
অপরদিকে, দেশে ফেরত হাজিদের অভ্যর্থনা, বিমানবন্দরে সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।
চলতি হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের অবশিষ্ট অংশ আগামী কয়েক দিনের মধ্যেই দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেরত ফ্লাইটগুলো পরিচালনা চলছে এবং বিশেষ কোনো ব্যত্যয় ছাড়াই প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে চলেছে।