প্রকাশ: ১৬ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
ইসরাইলে ইরানি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। দেশটির স্থানীয় সময় অনুযায়ী সর্বশেষ পাওয়া খবরে ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি ব্যারেজে আটকা পড়া আরও তিনজনের মরদেহ উদ্ধার করার পর এ সংখ্যা নিশ্চিত করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে ইসরাইলি উদ্ধারকর্মীরা ওই তিনজনের লাশ উদ্ধার করে। এই ব্যারেজেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে।
দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘নিউজ ১২’-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই হামলার ফলে ইসরাইলজুড়ে বেসামরিক নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের পর হতাহতদের উদ্ধারে তৎপর রয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানের চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে একাধিক নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় ইসরাইলের একাধিক আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন, জ্বালানি স্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। ফলে এই হামলার প্রভাব শুধু প্রাণহানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং দেশের অবকাঠামোগত ও কৌশলগত নিরাপত্তার ওপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে।
ঘটনার পর ইসরাইলি সরকার একাধিক নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাময়িকভাবে নাগরিক চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধারকাজ ও তদন্তের পাশাপাশি ইসরাইল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পাল্টা প্রতিক্রিয়ার বিষয়েও আলোচনা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক মহলেও এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও তীব্রতর হয়ে উঠছে, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।