প্রকাশ: ১৬ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে আজও জ্বালানি তেলের দাম বাড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১.১২ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫.৩৫ ডলারে, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১০ ডলার বেড়ে হয়েছে ৭৪.৮ ডলার। গত শনিবারও তেলের দাম ৩ শতাংশ বেড়েছিল।
গত শুক্রবার ইসরায়েলের বিমান হামলার পর তেলের দাম একদিনে ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার ঘটনা ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন, আর ইরানের হামলায় ইসরায়েলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সংঘাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধের চিন্তা করছে, যা বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করে। প্রণালি বন্ধ হলে তেলের দাম আরও বাড়তে পারে এবং এক সময় প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবহর থাকায় প্রণালি বন্ধ করা ইরানের পক্ষে সহজ হবে না।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বন্ধ হলে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে, যা আমদানি-রপ্তানির সময় ও খরচ বাড়িয়ে দেশের অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করবে। বর্তমানে বিশ্ববাজার নানা অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে, বিশেষ করে মার্কিন শুল্ক নীতির কারণে বাণিজ্যে অস্থিরতা রয়েছে। এই পরিস্থিতিতে ইরান-ইসরায়েলের সংঘাত তেলের বাজারে আরো উত্তেজনা বাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতির জন্য সংকট তৈরি করতে পারে।